পাপুলের জন্য কুয়েতে বাংলাদেশীদের ওয়ার্ক পারমিট বাতিল

শেয়ার করুন           কুয়েতে গ্রেফতার বাংলাদেশি সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ শহীদ ইসলাম পাপুলের প্রতিষ্ঠানের মাধ্যমে ইস্যু করা হাজারো বাংলাদেশির নথি বাতিল করেছে কুয়েত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মেজর জেনারেল মাজেন আল-জাররাহ যেসব বাংলাদেশির কাগজপত্রে সই ও ইস্যু করেছেন সেগুলোই বাতিল করা হয়েছে। কুয়েতি সংবাদমাধ্যম আল কাবাসের বরাতে এ সংবাদ দিয়েছে গালফ নিউজ। গালফের ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত সব লেনদেন পুনঃপরীক্ষার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। এসবের মধ্যে নাগরিকত্ব, পাসপোর্ট ও ওয়ার্ক পারমিট সংক্রান্ত কাগজপত্র রয়েছে। ওই সময়টাতে এসব কাজের বিভাগটি ছিল আল-জাররাহ’র দায়িত্বে। কুয়েত … Continue reading পাপুলের জন্য কুয়েতে বাংলাদেশীদের ওয়ার্ক পারমিট বাতিল